জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহের বিবরণ
ক্রমিক নং |
প্রকল্পের নাম |
বাস্তবায়নকাল | উদ্দেশ্য | কর্মসূচী এলাকা |
১। | জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভান্ডারিয়া উপজেলাধীন চরখালী ফেরীঘাট সংলগ্ন চর এলাকা বনায়নের মাধ্যমে ভূমির উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা প্রকল্প |
এপ্রিল, ২০১৪ হতে ডিসেম্বর, ২০১৭ |
জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব হ্রাসকরণ এবং চর বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষাকরণ ও সাইক্লোন, তাপমাত্রা বৃদ্ধি, মাটির ক্ষয়রোধ এবং জলোচ্ছ্বাস রোধ করণ | বরিশাল বিভাগের পিরোজপুর জেলার আওতাধীন ভান্ডারিয়া উপজেলা |
২। | পিরোজপুর রিভারভিউ ইকোপার্ক (ডি,সি পার্ক) এর সংস্কার ও সৌন্দর্য্যবর্ধন কাজ ও বনায়ন প্রকল্প |
ডিসেম্বর, ২০১৫ হতে ডিসেম্বর, ২০১৮ |
প্রাকৃতিক পরিবেশ ও জীব-বৈচিত্রের সমৃদ্ধিকরণ; বিরল ও বিলুপ্ত প্রায় উদ্ভিদের জীনপুল সংরক্ষণ; ইকো-পার্ক এলাকায় শোভাবর্ধনকারী বাগান এবং পশু পাখীর খাবার উপযোগী বাগান সৃজনের মাধ্যমে Carbon Sequestration করা; বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র উন্নয়ণ; স্থানীয় জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; আঞ্চলিক বৈশিষ্ট্য মন্ডিত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংরক্ষন এবং রাজস্ব আয় বৃদ্ধি |
পিরোজপুর সদর, পিরোজপুর |
৩। | জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলার জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজ বেষ্টনী সৃজনের লক্ষ্যে মরাখালসমূহ পুনঃখনন এবং বনায়ন ও পরিবেশ উন্নয়ন প্রকল্প |
জুলাই, ২০১৬ হতে ডিসেম্বর, ২০১৭ |
প্রাকৃতিক পরিবেশ ও জীব-বৈচিত্রের সংরক্ষণ ও সমৃদ্ধিকরণ; বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদের জীনপুল সংরক্ষণ, প্রস্তাবিত খালপাড় এলাকায় বাগান সৃজন ও সবুজায়নের মাধ্যমে Carbon Sequestration করা, বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র উন্নয়ন, স্থানীয় জনসাধারণের কর্মসংস্থানের সুজোগ সৃষ্টি, আঞ্চলিক বৈশিষ্ট্য মন্ডিত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংরক্ষণ এবং রাজস্ব আয় বৃদ্ধি | ভান্ডারিয়া, পিরোজপুর |
৪। | পিরোজপুর পুলিশ লাইন ইকো পার্ক নির্মাণ প্রকল্প (সময় বৃদ্ধির জন্য পুনরায প্রস্তাব করা হবে) |
জুলাই, ২০১৬ হতে জুন, ২০১৭ |
পরিবেশের উন্নয়ন ও জীব বৈচিত্রের সমৃদ্ধিকরণ, বিরল ও বিলুপ্ত প্রায় উদ্ভিদের জীনপুল সংরক্ষণ, ইকোপার্ক এলাকায় শোভাবর্ধনকারী বাগান এবং পশুপাখির খাবার উপযোগী বাগান সৃজনের মাধ্যমে কার্বন Sequestration করা, স্থানীয় জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রাজস্ব আয় বৃদ্ধি |
পিরোজপুর সদর, পিরোজপুর |
৫। | ভাণ্ডারিয়া থানা ইকো-পার্ক উন্নয়ন ও সংস্কার |
অক্টোবর,২০১৬ হতে ডিসেম্বর,২০১৭ |
সৌন্দর্যবর্ধক বাগান সৃজনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন জনিত নেতিবাচক প্রভাব কমানো/ হ্রাসকরণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ইকোপার্ক সৃষ্টির মাধ্যমে জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ইকোট্যুরিজমের মাধ্যমে স্থানীয় জনসাধারণের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও দারিদ্র বিমোচন, দেশী-বিদেশী পর্যটকদের প্রকৃতির নিবিড় সান্নিধ্যে চিত্ত-বিনোদনের জন্য পরিবেশ বান্ধব সুযোগ-সুবিধা সৃষ্টিকরণ, প্রতিবেশ পর্যটনের মাধ্যমে স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা এবং দেশের বন ও পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও আগ্রহী গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টিকরণ | ভান্ডারিয়া, পিরোজপুর |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS